শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৫) ও মিম খাতুন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির খেলা করছিল মিম ও ফাতেমা। সন্ধায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com