শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রাফ্রিক পুলিশের অবৈধ যান বিরোধী অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা ট্রাফ্রিক পুলিশের উদ্যেগে মহাসড়কে অবৈধ থ্রী হুইলার নসিমণ,করিমণ, ইজিবাইক চলাচল বন্ধসহ সকল প্রকার যানবাহনের কাগজপত্র চেকিং অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ইজিবাইক, নছিমনসহ কয়েকটি অবৈধ গাড়ি আটক করা হয়। তাছাড়া কয়েকটি যানবাহনে মামলা করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, খন্দকার কামাল উদ্দিন, মাজহারুল ইসলাম, সার্জেন্ট বুলবুল হোসেন, নুরুল ইসলাম, নাজমুল শিকদার, টিএসআই আমির হোসেন, এটিএসআই, কনষ্টবলবৃন্দসহ রোভার স্কাউট, মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
সেসময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার বলেন, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় প্রতি শনিবার ট্রাফিক ক্যাম্পেইন এর অংশ হিসেবে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলবন্ধ করাসহ সকল প্রকার যানবাহনের ফিটনেস ও অন্যান্য কাগজপত্র চেকিং করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com