মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি॥

নিজের আত্মরক্ষায় শেখা প্রয়োজন মার্শাল আর্ট। সুস্থ সুন্দর সমাজ গড়তে নৈতিকতার পাশাপাশি দেশব্যাপী ছেলেমেয়েদেরকে মার্শাল আর্ট শিক্ষা দিচ্ছে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টার। ঝিনাইদহের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের আত্মরক্ষায় শারীরিক শিক্ষা মার্শাল আর্ট শেখানোর উদ্দেশ্যে ইয়ংড্রাগন মার্শাল আর্ট সেন্টারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের স্টেডিয়াম ভবনের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির কমিটি গঠন করা হয়। এতে রাইসুল ইসলাম আছাদকে আহ্বায়ক ও মার্শাল আর্টে ব্লাকবেল্ট ধারী প্রশিক্ষক শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটিতে আহসান লিটন, তাহমিনা নাসরিক যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছে। ১০ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com