শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ঝিনাইদহে ইউসিবি এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের মুন্সী মার্কেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সৃজনী বাংলাদেশ’র এর চেয়ারম্যান ড. এম হারুন-অর রশিদ ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ভিপি জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা শাখার এভিপি মনিরুজ্জামান, কুষ্টিয়া শাখার এভিপি মনিরুল ইসলাম, বিভাগীয় ইনচার্জ সাইফুল ইসলাম, ঝিনাইদহ শাখার ম্যানেজার এসিও গোপালেন্দু রায়, কানাইপুর শাখার ম্যানেজার জামাল উদ্দিন, গোলায়পাড়া শাখার ম্যানেজার আবু জুবায়ের রেজা, ব্যবসায়ী আজিজুর রহমান, এজেন্ট আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এই অঞ্চলের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com