শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদ সদস্য নবী নেওয়াজ সদ্য শেষ হওয়া সংসদ অধিবেশন শেষে ফেরার সময় কোটচাঁদপুর-মহেশপুরের হাজার হাজার নেতাকর্মী কোটচাঁদপুরে এলাঙ্গী নামক স্থান থেকে তাকে সংবর্ধনা দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আ’লীগ সরকারের উন্নয়নের প্রচরণা ও নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন।
শুক্রবার সকাল ১১ টায় আ’লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে এমপি নবী নেওয়াজের নেতৃত্বে এক শোভাযাত্রা করে।
মোটরসাইকেল শোভাযাত্রাটি কোটচাঁদপুর ও মহেশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেশপুর শহরে গিয়ে শেষ হয়।
এসময় মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর আ’লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, সহ-সভাপতি রিপন মন্ডল, আ’লীগ নেতা মঈনুদ্দীন শেখ হেকিম, সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি এস.এম মইদুল ইসলাম, মহেশপুর পৌর আ’লীগের সাধারন সম্পাদক শেখ ইমদাদুল হক বুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাষ্টার, স্বরুপপুর ইউপি সভাপতি আব্দুর রশীদ, নাটিমা ইউপি সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, শ্যামকুড় ইউপি সভাপতি তিমির চৌধুরীসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বাববার দরকার বলে স্লোগান দিয়ে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।