শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান প্রমুখ। এছাড়া আলোচনা সভায় ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, সূধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বদ্যযন্ত্র সহকারে র্যালী বের করে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস। র্যালীতে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার উপস্থিত ছিলেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুর হাসান, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ। অনুরুপ ভাবে জেলার অন্যান্য উপজেলায়ও ভূমি সেবা সপ্তাহ পালিত হয়।
উল্লেখ্য, আজ বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প চলবে। এছাড়াও ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ক নানা প্রচারণা করা হবে জানাগেছে।