সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলা প্রশাসন স্কুল পর্যায়ে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা শুরু করেছে। জেলা প্রশাসক কাবাডি প্রতিযোগিতার নবাবগঞ্জ উপজেলার খেলা আজ বুধবার সমাপ্ত হয়েছে। নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে বিকেল ৪টায় এ খেলার উদ্বোধন করেন ইউএনও দিলরুবা ইসলাম।
গত ১৮ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসক কাবাডি প্রতিযোগিতার আসর চলে। উপজেলা পর্যায়ের খেলা শেষ হলে জেলা পর্যায়ের পর্ব শুরু হবে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেল ৪টায় পাইলট স্কুল মাঠে কাবাডি খেলায় অংশ নেয় চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয় ও বারুয়াখালী উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ৪২ পয়েন্ট পেয়ে তারিনীবামা জেলা পর্যায়ে উন্নিত হয়।

অনুষ্ঠানে ইউএনও বলেন, কাবাডি জাতীয় খেলা হলেও আমাদের তরুণরা এটা ভুলে যেতে বসেছে। এক সময় গ্রামে-গঞ্জে হা ডু-ডু বা কাবাডি খেলায় নানা শ্রেণী পেশার মানুষ উপভোগ করতো। আধুনিকতার ছোঁয়ায় এসব এখন হারাতে বসেছে। তরুণ প্রজন্ম যাতে জাতীয় খেলা সম্পর্কে জানতে বুঝতে পারে সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। হা-ডু-ডু বা কাবাডি খেলায় শুধু বিনোদন নয়। এতে শারীরিক কসরতও হয়। খেলা শেষে বিজয়ী টিমের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমান, ক্রিড়ানুরাগী মজনু মোল্লা, খাদ্য কর্মকর্তা হাফসা হাই, স্কুল শিক্ষক আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মো. লিটন, বাবু লাল মোদক প্রমুখ।