মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের মানুষ। জবুথবু ছিন্নমূল পরিবার। গরম কাপড়ের অভাবে কাহিল অবস্থা। এমন সময়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ বিমানে কর্মরত ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান ও ডা. মেহনাজ তাবাসসুম এর সহায়তায় উলিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল হকের চরে ১২০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে জয়গুন বেওয়া বলেন, একনা কম্বলের জন্নে মেলা মানসের কাচে গেছনু। কাইয়ো দেয় নাই বাহে। আজ মুই কম্বল পানু। এহন আতোত আরামে সুতি থাকমো বাহে। বৃদ্ধা আকলিমা বেওয়া বলেন, হামরা গরিব মানুষ বাহে, ডুসা কিনমো টেকা নাই। জারোত খুব কষ্ট পাবার নাগছি। এবার যে শীত পড়ছে সওয়া যায় না। হুহু করি বাতাস আসি গাওত নাগে। কম্বল কোনা উসুম দেবে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, প্রত্যন্ত চরের পিছিয়ে পড়া নাগরিকদের বন্যায় ত্রাণ বিতরণ সহ নানাভাবে সহযোগীতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চরাঞ্চলসহ জেলাজুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ অসহায় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, এসআই মশিউর রহমান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. সায়েম মিয়া প্রমুখ।