রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

জামালপুরে প্রথম দিনে যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিনে ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

যাচাই-বাছাইয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এর আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াত ইসলামী ড. সামিউল হক ফারুকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন, মোস্তফা আল মাহমুদ, শওকত হাসান মিয়া,শরিফুল ইসলাম খান, অর্নব ওয়ারেছ খানসহ ৬ জনের মনোনয়ন অবৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এছাড়াও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিএনপির প্রার্থী সহ মোট ৬জনকে বৈধ ঘোষণা করা হয়।

আগামীকাল ৪ জানুয়ারী জামালপুর-৪ ও জামালপুর-৫ এর যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com