শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

জামায়াতের আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেছেন।

এরে আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।

সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর।

অনেকের পরামর্শে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন। এটি তার ব্যক্তিগত মতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং ইউনাইটেড হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

হাসপাতালে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com