মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোটের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা বা লক্ষণ নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝিও হয়নি।

এনিসিপির জুলাই সনদে সই না করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির সঙ্গে আলোচনা চলছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।

ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, জাকির নায়েককে দেশে আনতে আগ্রহী কয়েকজন আমার সঙ্গে দেখা করেছিলেন। তবে এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয় এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। বিদেশি অতিথি সংক্রান্ত বিষয় এই দুই মন্ত্রণালয়ই দেখভাল করে। এখানে আমার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের জায়গা নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com