রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: ১৫ আগস্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ইতিহাসের অন্ধকারতম এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের সকল পর্যায় থেকে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কুড়িগ্রামে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
দিনের শুরুতেই কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, সিভিল সার্জন ডা. মোঃ মঞ্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ সিরাজুল ইসলাম টুকু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুর বখত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানালাল বকসী, আবু সাঈদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অন্যদিকে কুড়িগ্রামের সকল থানা পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করে স্ব স্ব অফিসার ইনচার্জবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস ঘিরে দিনব্যাপী আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিলসহ সকল কর্মসূচীতে জেলা পর্যায়ে পুলিশ সুপার ও থানা পর্যায়ে অফিসার ইনচার্জবৃন্দ অংশগ্রহন করেন।
দিনটিকে ঘিরে গতকাল থেকেই কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম, সমন্বয় করা হয়েছে সকল সম্মানিত অংশীজনের সাথে। স্বাধীনতা ও উন্নয়নসহ দেশমাতৃকার সকল ইতিবাচক কাজের সুদৃঢ় সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।