শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, আইনি ভিত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। যদিও জুলাই সনদে সই করেনি দলটি।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা দিক নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

অপরদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com