রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

জনগণের সুবিধার্থে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে শুক্রবার

অনলাইন ডেস্ক ॥
দেশের জনগণের বৃহত্তর অংশগ্রহণের সুযোগ করে দিতে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে এটি এখন ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জনসাধারণের উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই তারিখ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা, তাই আগ্রহী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হবে। এর আগে কমিশন জানিয়েছিল, সনদটি ১৫ অক্টোবর বুধবার বিকেলে স্বাক্ষরিত হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com