মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

চিলমারী বন্দরে নোঙ্গর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

কুড়িগ্রাম প্রতিনিধি:: আগামী ১৫ ফেব্রুয়ারী কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে ৩ দিনের জন্য নোঙ্গর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। এ সময় প্রমোদতরীর বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর চিলমারী থেকে ভারতে প্রবেশ করবে গঙ্গা বিলাস।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘এমভি গঙ্গা বিলাস’ আগামী ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে চিলমারী নদী বন্দরে ভীড়বে। প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন। এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এ যাত্রাপথে প্রমোদতরীটি চিলমারী নদী বন্দরে ৩দিন অবস্থান করবে। ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নোঙ্গর করার পরদিন ১৬ ফেব্রুয়ারী বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। ১৭ ফেব্রুয়ারী প্রমোদতরীটি চিলমারী নদী বন্দর ছেড়ে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com