সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে রাস্তা থেকে তুলে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার (১৭ মে) রাত ৮টার দিকে দাদীর বাড়ী থেকে বাবার বাড়ী যাওয়ার পথে ওই গ্রামের মৃত-আবুল কাশেমের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৩) খরখরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে জড়িয়ে ধরে পুরাতন ভবনের পার্শ্বে পাঠাগারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরীর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ীর মহিলারা তাকে উদ্ধার করে। এব্যাপারে শুক্রবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে রাকিবুল ইসলাম রাকিবকে আসামী করে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। মামলা নং ১০ তারিখ-১৯/৫/২৩।