শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩ টায় চিলমারী সরকারি ডিগ্রী কলেজ মোড়ে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবাদুর রহমান খাজা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের নিয়ে চিলমারী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যাদের নাম রয়েছে, বিগত আওয়ামী শাসনামলে তাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় তারা বিএনপির কোন প্রোগ্রাম করেনি।

বক্তরা আরো বলেন, সদ্য চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদ হোসেন পাখি ও ১নং সদস্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে তদন্ত ছাড়াই কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যা অবৈধ, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলে দাবী জানান মানববন্ধনে অংশ নেয়া নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com