শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

চিলমারীতে নব-মুসলিম গৃহবধুকে শ্বাসরোধে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে আমেনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে জোড়গাছ বাজার সংলগ্ন নন্দীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আঁশেক আকা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আমেনা বেগম ২০১৫ সালে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল শ্রী আদুরী রানী। তিনি ওই এলাকার গ্যাংচানের মেয়ে। গত ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আফতাব উদ্দিনের ছেলে সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তার বাবার বাড়ী নন্দীর মোড় এলাকায় থাকতেন। ঘটনার দিন ৬ নভেম্বর দুপুরে স্থানীয়রা ঘরের দরজায় তালাবদ্ধ অবস্থায় ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুর ২টায় এসে তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com