সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষায় পরিক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় এক যুবককে গ্রেফতার করেছে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম।
বুধবার উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত বাংলা ২য় পত্র পরিক্ষায় কক্ষে নকল সরবরাহের সময় হাতে নাতে গ্রেফতার করে দায়িত্বরত পুলিশ সদস্য (এসআই) শাহেব আলী। আটক যুবক উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকার মৃত. মহসীন আলীর ছেলে মো. মুসা মিয়া (২২)।
পরে ইউএনও’র কার্যালয়ে গ্রেফতার মুসা মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান।
ইউএনও মাহবুবুর রহমান জানান, কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য বুঝতে পেরে ওই যুবককে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘পাবলিক পরিক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১ (গ) ধারায়’ ৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার ওসি মো. হারেসুল ইসলাম, তদন্ত ওসি মুশাহেদ খান।