বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা সদরে অবস্থিত রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ও চন্ডিপুর গ্র্রামের বাসিন্দা তাহাজ্জত হোসেন বিএসসি ৪ মার্চ রোববার ভোর ৪টায় নিজ বাসগৃহে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে ও দ্বিতীয় স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মরহুমের এক মেয়ে গৃহিনী। অন্যরা স্কুল,কলেজ ও সরকারি দপ্তরে কর্মরত। মরহুমের পারিবারিক সুত্রে জানান যায়, দীর্ঘদিন তিনি ডায়াবেটিক, ও হৃদ রোগে ভূগছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান, ১৯৯৩ সালে ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ২০০৮ সালের ৩০ নভেম্বর অবসর গ্রহন করেন। এর আগে একই উপজেলার কালিদাশখালী উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার দুপুর ৩টায় চন্ডিপুর উচ্চ বিদালয় মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। আ’লীগ নেতা এ্যাডভোকেট লায়েব উদ্দীন,সাবেক মেয়র আক্কাছ আলী,বিএনপি নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ,সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নানসহ রাজনৈতিক,সামাজিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহন করেন।