রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সাথে কাজ করেছি। সে জন্যে ওনার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এসছি।’

তিনি বলেন, ‘ওনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না বলে তিনি আশ্বাস্ত করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সাথে কোনো কথা হয়নি।’ এর আগে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিটিটের দিকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে যান। এ সময় সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com