সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সোমবার (১২ জানুয়ারি) ভোরে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় জাকজমকপূর্ণ এই অনুষ্ঠান।
এবারের আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে ছিল এটি। আটটি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে ছিল ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছিল ছয়টি করে মনোনয়ন। চলুন জেনে নিই, গুরুত্বপূর্ণ বিভাগে কারা কারা পুরস্কার জিতলেন-
সিনেমা
সেরা সিনেমা (ড্রামা): হ্যামনেট
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)
সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): ওয়াগনার মৌওরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): রোজ বার্ন, (ইফ হ্যাড লেগস আই উড কিক ইউ)
সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): টিমোথি শ্যালামে (মেরি সুপ্রিম)
সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার্স): টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার্স): স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা পরিচালক (মোশন পিকচার): পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা সিনেমা (অ্যানিমেটেড): কেপপ ডেমন হান্টার্স
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য সিক্রেট এজেন্ট
সেরা মৌলিক গান: গোল্ডেন (কে–পপ ডেমন হান্টার্স)
টেলিভিশন
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন (প্লুরিবাস)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া ওয়াইল (দ্য পিট)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): সেথ রোজেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)
বেস্ট লিমিটেড সিরিজ: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)
তথ্যসূত্র: গোল্ডেন গ্লোবস ডটকম