রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
গামিনি ডি সিলভা। স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের ইতি টেনে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে বিদায় জানাচ্ছে। আগামী নভেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনি। ২০২৫ সালের জুলাইয়ে তাকে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। তবে বিসিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করে এই সম্পর্কের সমাপ্তি ঘটানো হবে।
এক বিসিবি কর্মকর্তা বৃহস্পতিবার ক্রিকবাজকে বলেন, গামিনির চুক্তি অনুযায়ী, যদি তার মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা চুক্তি বাতিল করতে চাই, তবে আমাদের তাকে দুই মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আমরা সেই অর্থ প্রদান করে তার সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
সম্প্রতি গামিনিকে রাজশাহীতে বদলি করা হয়েছিল, যদিও তার পুরো দায়িত্বকাল জুড়ে তিনি ছিলেন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে। জানা গেছে, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফেরার পর থেকেই গামিনি ও বোর্ডের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
খবরে বলা হয়, হেমিংস বিসিবি ছেড়ে যান মূলত গামিনির অনাগ্রহের কারণে, যিনি তার নিয়োগের পর থেকেই মাঠ ও পিচ-সংক্রান্ত সিদ্ধান্তে প্রধান প্রভাব বিস্তার করতেন।
এছাড়া গামিনি দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে ছিলেন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ধীরগতির এবং নিচু বাউন্সযুক্ত উইকেট প্রস্তুতের কারণে। বিসিবির ইতিহাসে তিনিই একমাত্র কিউরেটর, যিনি এত দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট ভেন্যুতে দায়িত্ব পালন করেছেন-আর সেটিই এখন বোর্ডের অভ্যন্তরে প্রশ্নের জন্ম দিয়েছে।