মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় ঢাবি ছাত্রদল নেতা খুন!

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্যকে গাঁজা বিক্রি করতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে তদন্তে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ডিবি পুলিশ।

অভিযুক্তরা হলেন- মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন। ডিবির দাবি, তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আখতার মোর্শেদ গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শনিবার সকালে তিনি অভিযোগপত্র দাখিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্তে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিরা হলেন-তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকার।

গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সাম্যকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে রাত ১২টার দিকে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। নিহত শাহরিয়ার আলম সাম্য (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ওই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com