বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তরুন সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কাউন্সিলের একার পক্ষে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাস্তবায়ন করা সম্ভব নয়। মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের ভূমিকা প্রয়োজন।
প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতার কারণে এবং ক্ষমতা কম থাকায় অনেক কিছু করা সম্ভব হয়না। তবে আইনমন্ত্রনালয়ে কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি করার জন্য বেশ কিছু সুপারিশ মালা প্রেরণ করা হয়েছে। মন্ত্রনালয়ের সহযোগীতা পেলে তা বাস্তবায়ন করা হলে একদিকে সাংবাদিকতা করার জন্য নৃন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও সনদ প্রদানের বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হবে। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তরুন সাংবাদিকদের এগিয়ে আসতে হবে
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সেমিনার, সিম্পোজিয়াম ও সভার বক্তব্য আর বাস্তবতা ভিন্ন। সুন্দর সুন্দর কথা বলা যায় কিন্তু বাস্তবতায় এর কোনো প্রতিফলন নেই। সংস্কারে যার যার জায়গা থেকে অল্প কিছু হলেও এগোতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। কর্মশালায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের ৪০ সাংবাদিক অংশ নেয়। শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।