রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

খালে মাছ ধরতে গিয়ে পেলেন নবজাতক

বান্দরবান  প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের কদুখোলায় খালের পাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মাছ ধরতে গিয়ে কান্না শুনতে পেয়ে ওই নবজাতককে উদ্ধার করে এক দম্পতি।

পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের বেবি কর্নারে নিবিড় পরিচর্যায় ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ও হাসিনা বেগম দম্পতি বলেন, বাড়ির পাশের খালের পাড়ে মাছ ধরতে যাই। বেলা ১১টার দিকে খালে শিশুর কান্না শুনতে পাই। কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে বস্তা পেঁচানো অবস্থায় একটি ছেলেশিশু দেখতে পাই। পরে আমরা দুজন শিশুটিকে বাসায় নিয়ে যাই। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল আলম বলেন, আবদুল করিম ও হাসিনা বেগম দম্পতি খালের পাড়ে ফেলে রাখা শিশুটিকে উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বাচ্চটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খালের পাড় থেকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক দম্পতি। খবর পেয়ে তাদের কাছ থেকে শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালের বেবি কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com