বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ভালুকায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে ভালুকা কুরআন খতম, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে শনিবার (৮ মে) বিকেল ৫টায় ‘গণতন্ত্রের মা’ বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ৩০০ হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মৎস বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তোজাম্মেল হক বকুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজিব তালুকদার, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য একরামুল হক ফকির, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল হক বাবুল, হুমায়ুন কবির, এনামুল হক জর্জ, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, রিগ্যালসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com