মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

কেরানীগঞ্জ লুঙ্গি-গামছা পরে ছদ্মবেশে ডাকাত সর্দারকে ধরল পুলিশ

আনাস আহমেদ, কেরানীগঞ্জ প্রতিনিধি:: দক্ষিণ কেরানীগঞ্জে শ্রমিকদের হাত-পা বেঁধে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার মো. রাজুকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকার পানি শোধনাগার সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায় ডাকাতি চালায় রাজু ও তার সহযোগীরা। শ্রমিকদের বেঁধে রেখে তারা কারখানার প্রায় ১১ লাখ টাকার মালামাল ও শ্রমিকদের ব্যবহৃত মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজুকে শনাক্ত করা হয়। এরপর সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজেল মিয়া, কন্সটেবল আলমাস মিয়া ও মেহেদী হাসানসহ পুলিশের একটি দল ছদ্মবেশে নজরদারি শুরু করেন। একপর্যায়ে গত শনিবার রাতে ওই এলাকার সেলিম মিয়ার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে মাদক সেবনরত অবস্থায় রাজু পুলিশকে দেখে দ্বিতীয় তলা থেকে লাফ দেয়। এসময় সুজেলও দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে রাজুকে ধাওয়া করেন। একপর্যায়ে ধইঞ্চা ক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় রাজুকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজেল মিয়া বলেন, রাজুকে ধরতে লুঙ্গি পরে দুইদিন নজরদারি করেছি। যাতে সে পুলিশের উপস্থিতি টের না পায়। গ্রেপ্তারের সময় রাজু ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। ওইসময় আমিও দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তার পিছু নিই। একপর্যায়ে ধইঞ্চা ক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরে ফেলি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন বলেন, গ্রেপ্তার রাজু একজন চিহ্নিত ডাকাত। রাজু মুন্সিগঞ্জের সিরাজদিখান ও কেরানীগঞ্জের ঝিলমিল, বাস্তা ও আব্দুল্লাহপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, লুন্ঠিত মালামাল উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com