শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

কেরানীগঞ্জে ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে গোলজারবাগ দূর্জয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠ চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, জিনজিরা পী এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আয়মনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়। শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলে হবে না, নৈতিক দিক থেকেও বড় হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। নিজেদের মেধা, জ্ঞান ও সততা দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিনজিরা পী এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারহাতুল বারী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাষ্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী ও গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com