বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
এতে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মেধা ও সততা দিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন ও ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।