মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা সহকারী জানালা ভেঙে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান।
রোববার (১৭ নভেম্বর) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
রাজেন্দ্রপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, ভোরে মোটরসাইকেলে করে আসা তিন যুবক সার্ভিস লেনে পার্কিং করা বলাকা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৮৮২৮) এর একটি বাসে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত বাসের চালক বাবুল মিয়া বলেন, গতকাল রাতে ট্রিপ শেষ করে বাসটি স্ট্যান্ডে রেখে বাসায় চলে যাই। বাসের ভেতরে সহকারী শাওন ঘুমাচ্ছিল। ভোরে আগুনের তাপে ঘুম ভেঙে গেলে সে জানালা ভেঙে বাইরে লাফ দেয়। এতে তার হাত-পা কেটে গেছে। চিকিৎসা নিয়ে এখন সে বাড়িতে আছে।
বাস মালিক হুমায়ুন কবির বলেন, কয়েক দিন আগেই এই বাসটি কিনেছি। ভোরে খবর পাই বাসে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি পুরো বাস পুড়ে গেছে। এতে আমার বিপুল আর্থিক ক্ষতি হলো। তিনি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাঁদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, খবর পেয়ে তাৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।