সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও উইন্সেরেক্স সিরাপ (ফেনসিডিলের বিকল্প) জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন এমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. হাবিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিনে পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে সুমন মিয়াকে চার কেজি গাঁজা ও লিটন মিয়াকে ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপসহ গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।