শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী কারারক্ষী। এসময় ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর আন্ডারপাস সড়ক এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কারারক্ষী সাথী আক্তার (৩০) দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন।
সাথী আক্তার সাংবাদিকদের বলেন, আজ ভোর সোয়া ছয়টার দিকে সিএনজিঅটোরিকশাযোগে রাজধানীর শ্যামলী এলাকায় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ভর্তি নারী আসামির নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সাড়ে ছয়টার দিকে মুজাহিদনগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি সিএনজিঅটোরিকশাটির গতিরোধ করে। এসময় তাঁরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানে থাকা ১২ আনার এক জোড়া কানের দুল, একটি মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, ঘটনার পর দ্রুত বিষয়টি কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নারী কারারক্ষীর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।