সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, অবৈধভাবে মজুদ করা এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়ামাত্রই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আজকের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি কিংবা মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।