মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে শ্রমজীবী মানুষজন শীতের তীব্রতায় নাকাল হয়ে কাজ করছে। শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বুধবার ভোরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত কারণে আবদুর রহমান নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঠান্ডায় নতুন করে হাসপাতালে আরো ১০৬জন রোগী ভর্তি হয়েছে।
জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র জানিয়েছে বুধবার সকালে কুড়িগ্রাম জেলায় এবছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরী শাখায় কর্মরত নার্সিং সুপারভাইজার জুলেখা বেগম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবদুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুড়িগ্রাম পৌরসভার মুন্সিপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, নিউমোনিয়ায় আবদুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালে মোট ৩১১জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ৪৫জন, শিশু ওয়ার্ডে ৫৩জন এবং বাকি রোগীরা জেনারেল ওয়ার্ডে চিকিৎসা গ্রহণ করছে।