শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১ লাখ ৯১ হাজার ভারতীয় রুপিসহ রোকনুজ্জামান (৩৫) ও সাইফুল আলী (৩৪) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত রোকনুজ্জামান ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে দক্ষিণ বাশজানি গ্রামের কেতাব উদ্দিনের পুত্র এবং সাইফুল আলী একই গ্রামের উমর আলীর পুত্র।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১০১২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে সোনাহাট বিওপির একটি টহল দল। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১ লাখ ৯১ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশী ১ হাজার ৯৩০ টাকা, একটি ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে কচাকাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com