শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিতার সাথে অভিমান করে মেহেদী হাসান ফারুক(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ফারুক বলদিয়া ইউনিয়নের কেদার গ্রামের জামাতালী এলাকার গোলজার হোসেনের পুত্র।
জানা গেছে, সোমবার (৭ আগস্ট) বিকালে মোটরসাইকেল কেনার জন্য টাকা না পাওয়ায় পিতার সাথে অভিমান করে নিজ ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী হাসান ফারুক।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।