শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়ায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন যুবকের নামে মামলা হয়েছে।
শনিবার (১১ মে) দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে ধর্ষক খায়রুল ইসলাম (২২), একই গ্রামের মৃত রবিউল ইসলাম নবীর ছেলে গোলাম মোর্তুজা বাপ্পি (২৪) ও রবিউল ইসলামের ছেলে জাকারিয়া ওরফে টুটুল (২৩)। পুলিশ ধর্ষক খায়রুল ও তার সহযোগি গোলাম মোর্তুজা বাপ্পি কে আটক করেছে। অপর সহযোগি পালিয়ে গেছে।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে খায়রুল ইসলাম ওই স্কুল ছাত্রীকে বিয়ে করার কথা বলে ডেকে এনে বাপ্পি ও টুটুলের সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন-২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় ৩ যুবককে আসামি করে মামলা করেন। যার মামলা নং-৯।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় তিন জনের নামে মামলা হয়েছে। পুলিশ ধর্ষক খায়রুল ইসলাম ও তার সহযোগি গোলাম মোর্তুজা বাপ্পিকে আটক করেছে। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকি অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।