শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

কালীগঞ্জে শিলা বৃষ্টিতে কৃষকের কোটি টাকার ফসলের ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টিতে উপজেলার শত শত কৃষকের কোটি টাকার ফসল হানী হয়েছে। চলতি বছর কালীগঞ্জ উপজেলায় ১৪ হাজর ৫০০ হেক্টর জমিতে রোরো ধান রোপন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া শীলা বৃষ্টিতে কৃষকের তরতর করে বেড়ে উঠা ধানগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের ধানক্ষেত শীলা বৃষ্টির কারনে ধানের গাছ ভেঙ্গে গেছে। সেই সাথে পান, গুটি আম, লিচুসহ অন্যান্য ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে।

একাধিক কৃষক জানান, তাদের রোপন করা ধান গাছ ভেঙ্গে গেছে। অনেক জমির ধানে শীষ রেব হচ্ছে। আবার আগাম লাগানো অনেক জমিতে ধান বের হয়েছে। সেগুলি শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকজন কৃষক বলেন, যেভাবে শিলাবৃষ্টি হয়েছে তাতে তাদের ৪০ ভাগ ধান কম পাবেন। তারা আরো জানান, জীবনে এত বড় শিলাবৃষ্টি কখনো দেখিনি।

উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বেশ কয়েকটি ইউনিয়ন থেকে শিলাবৃষ্টির খবর পেয়েছি। উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, ত্রিলোচনপুর, রায়গ্রামের আংশিকসহ বেশ কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এসব ইউনিয়নে রোপন করা ধানে থোড় বেরিয়েছে। অনেক ক্ষেতের ধানে শীষ বেরুচ্ছে। শিলবৃষ্টিতে এসব ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আশংকা প্রকাশ করে বলেন, শিলাবৃষ্টির কারনে ত্রিলোচনপুর, সুন্দরপুর-দুর্গাপুর ও রায়গ্রামের আংশিক এলাকার কৃষকরা তাদের জমিতে রোপন করা ধান থেকে ২৫ ভাগ ধান কম পাবেন। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামের গুটি আম, লিচু ও পানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমার ক্ষয়-ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা যাবে না। বুধবার সরেজমিন পরিদর্শন করার পর বুঝা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com