শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২৫) ও রাশেদুল ইসলাম (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে চালিয়ে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিনগত রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার এসআই সম্বিত রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালান। সে সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আড়পাড়া (মাঠপাড়ার) গ্রামের ইছাহাক দফাদারের ছেলে জাহিদ হোসেন ও একই স্থান থেকে ফয়লা হাসপাতাল পাড়ার আলাউদ্দীন শেখের ছেলে রাশেদুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক ২টি মামলা হয়েছে। তিনি আরো জানান, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।