শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে ফরিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ দন্ডাদেন প্রদাণ করেন। দন্ডিত ফরিদা বেগম ফয়লা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ফয়লা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ ফরিদা বেগমকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এর পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com