শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নজিমুল ইসলাম (২৬) ও ডাবলু শেখ (৪১) নামের দুই মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার করেছে। বুধবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দিনগত রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে কাশিপুর বেদেপাড়ার লুৎফর রহমানের ছেলে নিজমূল ইসলামকে ৫০ গ্রাম গাজা এবং একই রাতে শ্রীলক্ষী সিনেমা হলের পাশ থেকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গাঁগাঁ গ্রামের মৃত জামাল শেখের ছেলে ডাবলু শেখ কে ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।