শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার দামোদরপুর ও বেথুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, উপজেলার দামোদরপুর গ্রামের মৃত হামিদ উল্ল্যার ছেলে নুরুল হুদা ও বেথুলী গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল রানা।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নুরুল হুদা ও সোহেল রানা দু’জন পৃথক দুইটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com