শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

কালীগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতার মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি কৃষি ও কৃষকের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পায় না। তিনি আরো বলেন, কৃষি ও কৃষকের ইতিবাচন পরিবর্তন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের সবাইকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি কৃষকের উৎপাদিত সবজীর সংরক্ষণের জন্য কালীগঞ্জে একটি হিমাগার স্থাপনের দাবি রাখেন।
তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলটি লোকসানের দায়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। কিন্তু লোকসানের মূল কারণ খুঁজে আমরা তার সমাধান করতে পারছি না। যার কারনে প্রতি বছর মিলটিতে কোটি কোটি টাকার হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান না বাঁচলে শ্রমিক বাঁচবে না। তাই এ অঞ্চলের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সুগারমিলটিকে বাঁচিয়ে রাখলে শ্রমিকরা দু’বেলা দু’মুঠো খেয়ে বাঁচার সুযোগ পাবে।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মোস্তফা আলমগীর রতন ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করে বলেন, ১৪ দলীয় জোট তাকে মনোনয়ন দিলে তিনি এ আসন থেকে সংসদ নির্বাচন করবেন। তিনি এলাকার শ্রমিক-মেহনতি ও সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষির ইতিবাচক উন্নয়ন করতে চান। মতবিনিময়ের সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ শাখার সাবেক সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য বিপ্লব বিষ্ণু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com