বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি:: ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহন করা হলো না গোলাম মস্তফা তালুকদারের। তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে নবনির্বাচিত সদস্য ও সাবেক সেনা সদস্য গোলাম মস্তোফা তালুকদার (৫০) শনিবার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে——–রাজেউন)। সে উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন তালুকদারের ছেলে।
তার পারিবাক সুত্রে জানা যায়, গোলাম মস্তফা তালুকদার ওই নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২১ ডিসেম্বর তিনি ব্রেইনষ্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে ঞ্জান হারিয়ে ফেলেন। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হলে শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বিকালে আনুষ্ঠানিকতা ও নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন, ‘এখনও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন হয়নি। যেহেতু শপথ গ্রহনের আগেই তার মুত্যু হয়েছে, সে ক্ষেত্রে বিধি মোতাবেক আসনটি শুন্য ঘোষণা করে ব্যবস্থা নেয়া হবে।’