বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও প্রতিথযশা জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্তের নামে উপজেলার নড়াগাতী থানায় শুক্রবার (৪ জুলাই) দুপুরে সাংবাদিক জিহাদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তবে এখনো কেউ আটক হয়নি।
প্রসঙ্গত, উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজার থেকে মঙ্গলবার (১ জুলাই) রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ শেরে সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের শুড়িগাতী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে।