শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল পতিনিধি:: নড়াইলের কালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কালিয়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ হাফিজুর রহমানের আহবানে সমাবেশে বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম
দেশে গানের শিক্ষক নিয়োগ দিয়ে অপরদিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে তামাশা করা হচ্ছে। তারা দ্রুত সময়ে প্রজ্ঞাপন বাতিল ও প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন শেষে আলপনা সিনেমা হলকে মার্কাজ মসজিদে রূপান্তরের অনুমতি দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানানো হয়।