বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহাবাজপুর এলাকায় আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিজনেস অটোমেশন লিমিটেড-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদুল হাসান লিটন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিওও, বিজনেস অটোমেশন লি:।
অনুষ্ঠানে বিজনেস অটোমেশন লি: এর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।