বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে প্রথম ওয়ানডে খেলবে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামেবে তারা।
আফগানিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। অর্থাৎ তারা চলতি বছরে মাত্র দুটি ওয়ানডে খেলেছে। বাংলাদেশ খেলেছে ছয়টি, তবে শেষ ম্যাচ ছিল জুলাইয়ে। যদিও সংখ্যা কিছুটা বেশি, তবু শেষ ছয় ম্যাচে চারটিতে হেরেছে এবং জিতেছে কেবল একটি।
বাংলাদেশের দলটি গড়া হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে। মেহেদী হাসান মিরাজ থাকছেন অধিনায়ক হিসেবে, দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটাররা যেন তাদের টি-টোয়েন্টির ফর্ম ধরে রাখতে পারেন, সে আশা দলের। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ৩-০ ব্যবধানে জয়ে তানজিদ হাসান ও সাইফ হাসান ভালো খেলেছেন, তাদের ওপরই থাকবে আস্থা।
মাঝের সারিতে জায়গা পাওয়ার লড়াই চলবে তৌহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন ও নুরুল হাসানের মধ্যে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন পেস আক্রমণে। রিশাদ হোসেন ও তানভির ইসলাম দুজনকেই একাদশে রাখা হবে কি না, তা নিয়ে রয়েছে কৌতূহল।
বাংলাদেশ চাইবে টি-টোয়েন্টি সিরিজের জয়ের ধারায় ভর করে ওয়ানডেতেও এগোতে, অন্যদিকে আফগানিস্তান খুঁজছে টানা পাঁচ ম্যাচের পরাজয়ের শেষ। তবে দুই দলই খেলার ছন্দে ফেরার চেষ্টা করতে গিয়ে ভুল করতে পারে পরিকল্পনা বা ফিল্ডিংয়ে।
আফগানিস্তান এশিয়া কাপে টি-টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতে ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও নূর আহমদকে বাদ দিয়েছে। হাশমতুল্লাহ শাহিদি থাকছেন অধিনায়ক হিসেবে, ব্যাটিং লাইনআপে আছেন রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল।
অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই ব্যাট-বলে দলের মূল ভরসা, তার কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। রশিদ খান ও মোহাম্মদ নবী নেতৃত্ব দেবেন বোলিং আক্রমণে, যেখানে নতুন মুখ হিসেবে থাকতে পারেন বশির আহমদ ও আবদুল্লাহ আহমাদজাই—দুজনই এই সপ্তাহে টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন।
গত দুই বছরে আজমাতুল্লাহ ওমরজাই ওয়ানডেতে করেছেন ৮৯৬ রান ও নিয়েছেন ৩১ উইকেট, বর্তমানে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিনি দ্বিতীয়। ব্যাটিংয়ে নিচের দিকে দায়িত্ব নেবেন ইনিংস শেষ করার, পাশাপাশি দ্বিতীয় পেসার হিসেবেও খেলবেন। সম্প্রতি বাংলাদেশে টি-টোয়েন্টিতে তিনি ছিলেন কয়েকজন ফর্মে থাকা ক্রিকেটারের একজন, যদিও শেষ ম্যাচে অযথা শট খেলে আউট হওয়ায় আফসোস থাকতে পারে।
বাংলাদেশের হয়ে সাইফ হাসানের ওয়ানডে অভিষেক ঘিরে বেশ আগ্রহ। গত দুই মাসে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি নির্বাচকদের মন জয় করেছেন। তার আক্রমণাত্মক শট খেলার ক্ষমতা যেমন আছে, তেমনি বুদ্ধিদীপ্ত ব্যাটিংও করেন শেষ টি-টোয়েন্টিতে রশিদ খানের শেষ ওভারটি সতর্কভাবে খেলে পরে ৩৮ বলে অপরাজিত ৬৪ রানে দলকে জয় এনে দেন।
পিচ ও পরিস্থিতি:
শেখ জায়েদ স্টেডিয়ামে শেষ পাঁচটি দিবা-রাতের ওয়ানডের মধ্যে চারটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। প্রথম ইনিংসের গড় রান ২৭৪। আবুধাবিতে তীব্র গরম থাকার কথা, সন্ধ্যায় কিছুটা বাতাস বইতে পারে।
তথ্য ও পরিসংখ্যান:
# আফগানিস্তান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২–২ সমতায় রয়েছে, তবে সামগ্রিকভাবে বাংলাদেশ এগিয়ে ১১-৮ ব্যবধানে।
# ২০১৪ সালে ফতুল্লায় অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডের একমাত্র বর্তমান খেলোয়াড় মোহাম্মদ নবী।
# শ্রীলংকার বিপক্ষে তানভির ইসলামের পাঁচ উইকেট নেওয়া ছিল গত দুই-দেড় বছরে কোনো বাংলাদেশি স্পিনারের প্রথম ‘ফাইভ-ফর’।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন, জাকের আলি (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), দরবিশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, বশির আহমদ।