বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

এশিয়া কাপ: ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান

এশিয়া কাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে টিকে রইল ফাইনালের দৌড়ে। অন্যদিকে টানা দ্বিতীয় হারের ধাক্কায় কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেল লঙ্কানরা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা যেন নিজেরাই ভুগলেন অস্থিরতায়। প্রথম ছয় ওভারে ৫৩ রান তুললেও উইকেট হারালেন একে একে টপ-অর্ডারের মূল ভরসারা। শাহীন শাহ আফ্রিদির ধারালো ইয়র্কারে দিশেহারা ওপেনাররা ফিরলেন দ্রুতই। চার ওভারে ২৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন পাকিস্তানি পেসার।

অষ্টম ওভারের মধ্যে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে লঙ্কান শিবির। একপ্রকার একাই লড়াই চালান কামিন্দু মেন্ডিস। ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে কিছুটা লড়াইয়ে রাখেন দলকে। তার ব্যাটে ভর করে ২০ ওভার শেষে শ্রীলঙ্কা পৌঁছায় ৮ উইকেটে ১৩৩ রানে।

টার্গেট খুব বড় ছিল না, তবে শ্রীলঙ্কার স্পিনাররা ম্যাচ জমিয়ে তুলেছিলেন। ফারহান ও ফখরের ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর মুহূর্তেই চাপে পড়ে পাকিস্তান। থিকশানা ও হাসারাঙ্গা মিলে তুলে নেন চার উইকেট, স্কোরবোর্ডে তখন ৫৭/৪।

তবে মাঝের ধাক্কা সামাল দিয়ে দায়িত্ব নেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। দুজনের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি নিশ্চিত করে পাকিস্তানের জয়। নওয়াজ খেলেন ২৪ বলে ঝড়ো অপরাজিত ৩৮ রানের ইনিংস। যেখানে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। তালাতও অপরাজিত ৩২ রান করে সঙ্গ দেন। ফলে ১২ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে পাকিস্তান।

এই হারে শ্রীলঙ্কার ফাইনালে ওঠা এখন অনেকটাই নির্ভর করছে অন্য দলের ওপর। বাংলাদেশকে তাদের বাকি দুই ম্যাচেই জিততে হবে, সঙ্গে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। তবেই নেট রানরেটে পাকিস্তান ও ভারতকে টপকে ফাইনালের টিকিট কাটা সম্ভব শ্রীলঙ্কার পক্ষে। যেটা অনেকটাই অসম্ভব।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৩৩/৮ (২০ ওভার)
পাকিস্তান: ১৩৪/৫ (১৮ ওভার)
ফলাফল: পাকিস্তান জয়ী ৫ উইকেটে
সেরা পারফরমার: শাহীন শাহ আফ্রিদি (৩ উইকেট) ও মোহাম্মদ নওয়াজ (৩৮*)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com